তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফেসবুক

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য এ সাক্ষাৎ।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আজ বুধবার সংসদ ভবন কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বৈঠকে এস জয়শঙ্কর ভারত সরকারের একটি শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন।

এর আগে, বুধবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের একটি প্রতিনিধি দলও ঢাকা সফর করছে।

সম্পর্কিত