রাজধানীতে চোরের আঘাতে প্রাণ গেল চিকিৎসকের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে চোরের আঘাতে প্রাণ গেল চিকিৎসকের
ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম রাজাবাজারে চোরের আঘাতে আনোয়ার উল্লাহ (৬৬) নামে এক হোমিও চিকিৎসক মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে মুখোশধারী দুই চোর জানালার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় তারা গৃহকর্তা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে এবং মুখে কাপড় দিয়ে আটকে রাখে। চুরির একপর্যায়ে আনোয়ার উল্লাহর সঙ্গে ধস্তাধস্তি হলে তাকে আঘাত করে চোররা বাসা থেকে মালামাল নিয়ে বের হয়ে যায়।

আনোয়ার উল্লাহর স্ত্রী মোবাইল ফোনে কল করে একই ভবনের তৃতীয় তলায় থাকা মেয়ের জামাইকে বিষয়টি জানান। পরে তারা স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে দ্রুত স্কয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্লাহকে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, চুরি করতে এসে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীর হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে রাখে। এতে আনোয়ার উল্লাহ অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার মরদেহ স্কয়ার হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে শেরে বাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সম্পর্কিত