আজ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আজ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
ছবি: তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর প্রথমে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, শুক্রবার জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতা-কর্মীরা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে তিনি নেতা-কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

বিকেল পৌনে ৬টার দিকে সংবর্ধনা অনুষ্ঠান থেকে তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সেখান ঘণ্টাখানেক অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। গুলশানের বাসায় পৌছান রাত ৮টা ২৫ মিনিটে।

সম্পর্কিত