এমএসএমই খাতের উন্নয়নে ঋণ পেয়েছে প্রাইম ব্যাংক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এমএসএমই খাতের উন্নয়নে ঋণ পেয়েছে প্রাইম ব্যাংক
জার্মানির ফ্রাঙ্কফুর্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে । ছবি: প্রাইম ব্যাংকের সৌজন্যে

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে জার্মানিভিত্তিক ইমপ্যাক্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ড থেকে ২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ টার্ম ঋণ পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শামস আব্দুল্লাহ মুহাইমিন।

অন্যদিকে ইনভেস্ট ইন ভিশনস-এর পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির চিফ ইনভেস্টমেন্ট অফিসার কার্লোস ডি লাস সালাস ভেগা। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অর্থায়নের মাধ্যমে প্রাইম ব্যাংক দেশব্যাপী এমএসএমই খাতে পুনঃঋণ প্রদান করবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, যা কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি উৎপাদনশীলতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রাইম ব্যাংক কর্পোরেট, এমএসএমই ও রিটেইল গ্রাহকদের জন্য প্রচলিত ও ইসলামি ব্যাংকিংয়ের মাধ্যমে নানামুখী সেবা দিয়ে আসছে। ইনভেস্ট ইন ভিশনস-এর সঙ্গে এই অংশীদারিত্ব আন্তর্জাতিক উৎস থেকে উন্নয়নমূলক অর্থায়ন সংগ্রহে প্রাইম ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশল ও জাতীয় উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত