ইসলামী আন্দোলন কত আসনে ছাড় পাচ্ছে, জানা যাবে রাতে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ইসলামী আন্দোলন কত আসনে ছাড় পাচ্ছে, জানা যাবে রাতে
ছবি: চরচা

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আসন রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে।

কোন দল কত আসন নিয়ে সমঝোতায় এসেছে তা আজ বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

ধর্মভিত্তিক দলগুলোর জোট নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে জরুরি বৈঠক বসে জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতারা।

প্রত্যাশিত আসন না পেলে ১১ দলীয় জোট ছাড়ার আভাস দিয়েছিল ইসলামী আন্দোলন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক শুরু হয়।

মামুনুল হক বলেন, “দশ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব এই আশা করছি।”

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের।

সম্পর্কিত