চরচা প্রতিবেদক

গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আওয়ামী লীগের দোসর আছে দাবি করে তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
আজ শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার আগে জাবের এ কথা বলেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের বলেন, “আমরা এখানে কি কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি।”
হাদির ওপর গুলি চালানোর এক সপ্তাহ পেরোলেও হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি উল্লেখ করে জাবের বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে এক সপ্তাহে নেওয়া পদক্ষেপ জনগণকে জানাতে হবে।”
ইনকিলাব মঞ্চের এই সদস্য সচিব আরও বলেন, “সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।”
হাদির হত্যার বিচারের দাবিতে কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে জাবের বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে।

গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আওয়ামী লীগের দোসর আছে দাবি করে তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
আজ শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার আগে জাবের এ কথা বলেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের বলেন, “আমরা এখানে কি কান্নার জন্য এসেছি? আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি।”
হাদির ওপর গুলি চালানোর এক সপ্তাহ পেরোলেও হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি উল্লেখ করে জাবের বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে এক সপ্তাহে নেওয়া পদক্ষেপ জনগণকে জানাতে হবে।”
ইনকিলাব মঞ্চের এই সদস্য সচিব আরও বলেন, “সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।”
হাদির হত্যার বিচারের দাবিতে কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে জাবের বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে।