শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে বরিশালে আলোক প্রজ্জ্বলন ও প্রতিবাদ সমাবেশ

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে বরিশালে আলোক প্রজ্জ্বলন ও প্রতিবাদ সমাবেশ
সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি। ছবি: চরচা

লক্ষ্মীপুরে শিশু আয়েশা ও ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। আজ শনিবার সন্ধ্যায় সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) প্রাঙ্গণে এই কর্মসূচি করা হয়।

সমাবেশে বক্তারা জানান, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে রয়েছে। রাষ্ট্র নাগরিকদের নূন্যতম নিরাপত্তা দিতে অক্ষম, যা ওসমান হাদির হত্যার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করার দাবিও তুলে ধরা হয় সমাবেশে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি নয়ন সরকার জয়, বরিশাল মহানগরের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি সুজন আহমেদ এবং সরকারি ব্রজমোহন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

সম্পর্কিত