ঐতিহাসিক ঘটনা নিয়ে বিভাজন সৃষ্টির রাজনীতি চলছে: ঢাবি উপাচার্য

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঐতিহাসিক ঘটনা নিয়ে বিভাজন সৃষ্টির রাজনীতি চলছে: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। ছবি: বাসস

বাংলাদেশ সৃষ্টিলগ্ন থেকে ঐতিহাসিক ঘটনাগুলো পরস্পরবিরোধী নয় বরং এগুলো বাংলাদেশের জাতীয় সত্তা ও ইতিহাস নির্মাণ করেছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

উপাচার্য নিয়াজ আহমদ খান বাংলাদেশ ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভাজন করার প্রচেষ্টার ব্যাপারে বলেন, “এসব ঘটনাকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টির যে রাজনৈতিক অপচেষ্টা চলছে, সে ব্যাপারে জাতিকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

উপাচার্য নিয়াজ আহমদ খান আরও বলেন, “শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ শুধু স্মরণীয় কোনো ইতিহাস নয় বরং আমাদের জাতীয় ঐক্য, পরিচয় ও অস্তিত্বের ভিত্তি। এই আত্মত্যাগ যতদিন আমাদের স্মৃতিতে জীবিত থাকবে, ততদিন জাতি হিসেবে আমাদের ঐক্য অটুট থাকবে।”

উপাচার্য আরও জানান, বর্তমান সময়ে বাংলাদেশ একটি কঠিন ও ক্রান্তিকাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে শহিদদের স্মৃতি সকলের জন্য ঐক্যবদ্ধ থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষকসহ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত