চরচা ডেস্ক

সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছে আবুধাবি।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এ ঘোষণার আগে ইউএইকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সেনা প্রত্যাহারের দাবি জানায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এ দাবিকে সমর্থন করে সৌদি।
এর কয়েক ঘণ্টা আগেই সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় হামলা চালায়। সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি) লক্ষ্য করে এই হামলা চালানো হয় ।
হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে শুরুতে সমর্থন করলেও, চলতি মাসে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে এসটিসি। তাদের লক্ষ্য দেশের দক্ষিণাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা।
সৌদি আরবের সতর্কতা উপেক্ষা করে এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়, যার মধ্যে হাদরামাউত ও মাহারা প্রদেশও রয়েছে। হাদরামাউতের সঙ্গে সৌদি আরবের সীমান্ত রয়েছে, আর মাহারা প্রদেশটি সীমান্তের খুব কাছাকাছি।
মঙ্গলবার সৌদি আরব জানায়, হাদরামাউত ও মাহারা প্রদেশে সামরিক অভিযান চালাতে এসটিসির ওপর ইউএই যে ‘চাপ সৃষ্টি করেছে’ তাতে তারা হতাশ। রিয়াদ বলেছে, এসব পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
এরপর সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধবাবির সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময়ে দেওয়া হয়েছিল।
এই সংঘর্ষ সৌদি আরব ও ইউএইর মধ্যে বাড়তে থাকা মতবিরোধকে প্রকাশ্যে এনেছে। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন একসঙ্গে লড়াই করলেও, ইয়েমেনের ভেতরে দুই দেশ ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে।
সৌদি আরবের অভিযোগ, এসটিসিকে আমিরাতের সমর্থন ইয়েমেন ও পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। রিয়াদ একে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবেও উল্লেখ করেছে।

সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছে আবুধাবি।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এ ঘোষণার আগে ইউএইকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সেনা প্রত্যাহারের দাবি জানায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এ দাবিকে সমর্থন করে সৌদি।
এর কয়েক ঘণ্টা আগেই সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় হামলা চালায়। সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি) লক্ষ্য করে এই হামলা চালানো হয় ।
হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে শুরুতে সমর্থন করলেও, চলতি মাসে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে এসটিসি। তাদের লক্ষ্য দেশের দক্ষিণাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা।
সৌদি আরবের সতর্কতা উপেক্ষা করে এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়, যার মধ্যে হাদরামাউত ও মাহারা প্রদেশও রয়েছে। হাদরামাউতের সঙ্গে সৌদি আরবের সীমান্ত রয়েছে, আর মাহারা প্রদেশটি সীমান্তের খুব কাছাকাছি।
মঙ্গলবার সৌদি আরব জানায়, হাদরামাউত ও মাহারা প্রদেশে সামরিক অভিযান চালাতে এসটিসির ওপর ইউএই যে ‘চাপ সৃষ্টি করেছে’ তাতে তারা হতাশ। রিয়াদ বলেছে, এসব পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
এরপর সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধবাবির সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময়ে দেওয়া হয়েছিল।
এই সংঘর্ষ সৌদি আরব ও ইউএইর মধ্যে বাড়তে থাকা মতবিরোধকে প্রকাশ্যে এনেছে। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন একসঙ্গে লড়াই করলেও, ইয়েমেনের ভেতরে দুই দেশ ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে।
সৌদি আরবের অভিযোগ, এসটিসিকে আমিরাতের সমর্থন ইয়েমেন ও পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। রিয়াদ একে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবেও উল্লেখ করেছে।