চরচা প্রতিবেদক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কালাম খান চরচাকে বলেন, ‘‘বিজয়নগরে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করেছে— এমন একটি সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে আমাদের দুটি দল পৌঁছেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’’
জানা গেছে, আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে পল্টনের বিজয়নগরে কালভার্ট রোডে গণসংযোগ করার সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, বেলা আড়াইটার পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ব্যস্ত ছিলেন হাদি। গত ১৪ নভেম্বর দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকির কথা ফেসবুকে জানিয়েছিলেন তিনি।
পোস্টে হাদি লিখেছিলেন, ‘‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’’
হাদি লেখেন, ‘‘এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লাখো হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধস্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না।’’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কালাম খান চরচাকে বলেন, ‘‘বিজয়নগরে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করেছে— এমন একটি সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে আমাদের দুটি দল পৌঁছেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’’
জানা গেছে, আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে পল্টনের বিজয়নগরে কালভার্ট রোডে গণসংযোগ করার সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, বেলা আড়াইটার পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ব্যস্ত ছিলেন হাদি। গত ১৪ নভেম্বর দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকির কথা ফেসবুকে জানিয়েছিলেন তিনি।
পোস্টে হাদি লিখেছিলেন, ‘‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’’
হাদি লেখেন, ‘‘এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লাখো হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধস্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না।’’