ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে মেরে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ভালুকা থানার ওসি জাহিদুল ইসলাম এই তথ্য জানান।
ওসি জাহিদুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত সংঘাতপূর্ণ হয়ে উঠেছিল। একজনের আহ্বানে মুহূর্তেই শত শত মানুষ জড়ো হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে আমরা তাদের বুঝিয়ে শান্ত করতে সক্ষম হই।’’
আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি আরও জানান, ‘‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা করতে থানায় আসেননি। তারা মামলা করতে এলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’’
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম দিপু চন্দ্র দাস। তারকান্দা উপজেলার বাসিন্দা দিপু ওই কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় কর্মরত দিপুর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। কথাটি ছড়িয়ে পড়তেই উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ওই যুবককে মারধর করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।
ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই ঘটনার পর বন্ধ হয়ে যায় মহাসড়কের উভয় পাশের যান চলাচল।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে মেরে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ভালুকা থানার ওসি জাহিদুল ইসলাম এই তথ্য জানান।
ওসি জাহিদুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত সংঘাতপূর্ণ হয়ে উঠেছিল। একজনের আহ্বানে মুহূর্তেই শত শত মানুষ জড়ো হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে আমরা তাদের বুঝিয়ে শান্ত করতে সক্ষম হই।’’
আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি আরও জানান, ‘‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা করতে থানায় আসেননি। তারা মামলা করতে এলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’’
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম দিপু চন্দ্র দাস। তারকান্দা উপজেলার বাসিন্দা দিপু ওই কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় কর্মরত দিপুর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। কথাটি ছড়িয়ে পড়তেই উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ওই যুবককে মারধর করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।
ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই ঘটনার পর বন্ধ হয়ে যায় মহাসড়কের উভয় পাশের যান চলাচল।