চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থী
চট্টগ্রাম। ছবি: চরচা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা এমন ভোগান্তির কথা জানিয়েছেন।

ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১১ টা ১৫ মিনিটে। তবে, একই দিনে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টা থেকে।

কুমিল্লা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা মোহাম্মদ শামীম বলেন, “আমরা অনেক দূর থেকে পরীক্ষা দিতে এসেছি। আজকে আমার দুইটা পরীক্ষা একই দিনে। আমাদের আশা ছিল যে আমরা এখানে পরীক্ষাটা দ্রুত শেষ করে কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে যাব। আমাদের কৃষিগুচ্ছের কেন্দ্র চট্টগ্রাম নাসিরাবাদ উইমেন'স কলেজে।”

শামীমের বাবা আবদুল মতিন বলেন, “একদিনে একাধিক পরীক্ষা হলে আমরা যারা অভিভাবক আছি তাদেরও দুশ্চিন্তার কমতি থাকে না। অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত নিজেদের মধ্যে সমন্বয় করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা।”

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসক জানিয়েছে, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া ও খাবার না খাওয়ার কারণেই তাদের এ শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো আগামীতে সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করলে সংশ্লিষ্টদের ভোগান্তি লাঘব হবে বলে প্রত্যাশা পরীক্ষার্থী ও অভিভাবকদের।

সম্পর্কিত