পাবনা–ফরিদপুর আসনের সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পাবনা–ফরিদপুর আসনের সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশ

পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

গত বুধবার নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশিত হয়।

পুনর্নির্ধারিত আসনগুলো হলো: পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা একাধিক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেজেট অনুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা: ৬৮) আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে।

অপরদিকে পাবনা-২ (নির্বাচনি এলাকা : ৬৯) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে–সুজানগর উপজেলা এবং উল্লিখিত একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) ব্যতীত বেড়া উপজেলা।

এদিকে ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা-২১২) আসনের সীমানায় নগরকান্দা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা-২১৪) আসনের সীমানায় যুক্ত হয়েছে ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা।

সম্পর্কিত