মিয়ানমারে প্রথম ধাপে নির্বাচনে এগিয়ে জান্তা-সমর্থিত দল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মিয়ানমারে প্রথম ধাপে নির্বাচনে এগিয়ে জান্তা-সমর্থিত দল
মিয়ানমারে ভোটগ্রহণের পর ব্যালট গণনা করা হচ্ছে। ছবি: রয়টার্স

মিয়ানমারে প্রথম ধাপের নির্বাচনে সেনাবাহিনী-সমর্থিত প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এগিয়ে রয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে দেশটির রাষ্টীয় গণমাধ্যমে এই খবর প্রচার করা হয়েছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করেছে জান্তা সরকার। এই নির্বাচন নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক ও সমালোচনা থাকলেও তিন ধাপে ভোটগ্রহণের আয়োজন করেছে জান্তা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আংশিক ফল প্রকাশ করেছে দেশটির ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি)। ৫৬টি আসনের ফলাফলে দেখা গেছে, প্রত্যাশিতভাবেই সেনাসমর্থিত দল বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে, যদিও ভোটার উপস্থিতি ছিল কম।

গতকাল শুক্রবারের প্রকাশিত ফল অনুযায়ী, ইউএসডিপি নিম্নকক্ষ পিথু হুততাওয়ের ৪০টি আসনের মধ্যে ৩৮টিতে জয় পেয়েছে। শান ন্যাশনালিটিজ ডেমোক্রেটিক পার্টি (হোয়াইট টাইগার পার্টি নামে পরিচিত) এবং মন ইউনিটি পার্টি (এমইউপি) একটি করে আসন পেয়েছে।

এছাড়া আঞ্চলিক ও রাজ্য পরিষদ বা স্টেট হুততাওয়ের ঘোষিত ১৫টি আসনের মধ্যে ইউএসডিপি জিতেছে ১৪টিতে। বাকি একটি আসনে জয় পেয়েছে আখা ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি।

উচ্চকক্ষ আমিয়োথা হুততাওয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত মাত্র একটি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যেখানে জয়ী হয়েছে ওয়া ন্যাশনাল পার্টি।

প্রথম ধাপে মোট কতটি আসনে ভোট হয়েছে, তা প্রকাশ না করে আসনভিত্তিকভাবে ফল জানাচ্ছে মিয়ানমারের নির্বাচন কমিশন।

এদিকে গত বুধবার জান্তা সরকার দাবি করেছে, প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল ৫২ শতাংশ, অর্থাৎ যোগ্য ভোটারদের অর্ধেকের বেশি ভোট দিয়েছেন।

নির্বাচনের দ্বিতীয় ধাপ ১১ জানুয়ারি আর তৃতীয় ধাপ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানুয়ারির শেষে ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের মোট ৩৩০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৬৩ এলাকায় নির্বাচন হবে। ৬৫টি টাউনশিপে ভোটগ্রহণ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

সম্পর্কিত