প্রথম আলোতে ভাঙচুর: আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগে মামলা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রথম আলোতে ভাঙচুর: আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগে মামলা

বাংলা জাতীয় দৈনিক প্রথম আলোতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিয়ে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা প্রচারের দায়ে মানহানির অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান।

আজ রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত মাহমুদুর রহমানের জবানবন্দি রেকর্ড করে মামলাটি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।

মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর কলাম লেখক এ এফ এম রাশেদুল হক (মল্লিক মারুফ) ও বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলোকে।

মাহমুদুর রহমান বলেন, ‘‘আমার দেশ ও আমার বিরুদ্ধে হুমকিস্বরূপ মনে করছি। আমাকে শুধু হেয় প্রতিপন্ন নয়, মব সৃষ্টির পরিস্থিতির চেষ্টা। যা নিয়ে আমি শঙ্কিত। ঘটনার পর আমার পত্রিকায় সংবাদ প্রচার করা হয়। সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে।’’

গত ১৯ ডিসেম্বর মল্লিক মারুফ তার ফেসবুক আইডি থেকে ‘আমার দেশ প্রথম আলোয় আক্রমণে জড়িত’ এমন পোস্ট দেয়। এরপর ওই পোস্ট শেয়ার করেন এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা মিথ্যা তথ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমার দেশ পত্রিকায় আক্রমণের উসকানি দেয়। এতে আমার দেশ পত্রিকায় হামলাসহ সম্পাদক মাহমুদুর রহমান জীবনের ঝুঁকি রয়েছে।

সম্পর্কিত