হাদিকে হত্যাচেষ্টার মূল আসামি ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, ২১৮ কোটি টাকার চেক উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদিকে হত্যাচেষ্টার মূল আসামি ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, ২১৮ কোটি টাকার চেক উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ফয়সালের সই করা বিভিন্ন অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানিয়েছে, ফয়সালের স্ত্রী, বান্ধবী এবং বাবা-মায়ের কাছ থেকে তার সই করা ২১৮ কোটি টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে দুটি বিদেশি পিস্তলের ম্যাগজিন এবং মোবাইলফোন-ট্যাবসহ অসংখ্য ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

এর আগে, ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ এলাকা থেকে শ্যুটার ফয়সালের স্ত্রী-শ্যালককে গ্রেপ্তার করে র‍্যাব। একইসঙ্গে ফয়সালের মোবাইলের কললিস্ট পর্যালোচনা করে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তার বান্ধবীকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকা থেকে ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা চরচাকে বলেন, “একাধিক ব্যাংকের অনেকগুলো চেকের পাতা আমরা উদ্ধার করেছি। সবগুলোতেই ফয়সালের স্বাক্ষর রয়েছে। তাই বোঝাই যাচ্ছে এই চেকগুলো ক্যাশ করার জন্যই ফয়সাল তার পরিবারের সদস্যেদের দিয়ে গেছে। সবদিক বিবেচনায় আমাদের মনে হয়েছে ফয়সালের এই কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের সদস্যরা ভালোভাবেই জানে। তাই তাদেরও গ্রেপ্তার দেখানো হয়েছে।”

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির মধ্যে একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

সম্পর্কিত