প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংকের কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। ছবি: প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংকের কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন।

এ ছাড়া তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং করপোরেট লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন হবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ইভিপি ও চিফ ব্যাংকানস্যুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রবিউল হাসান; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস।

এ ছাড়া ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাস; হেড অব এইচআর মো. এনামুল হক; ইভিপি ও হেড অব ব্যাংকানস্যুরেন্স এসএম বাকি বিল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত