হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই, বোনের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই, বোনের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুদুটি একই পরিবারের এবং সম্পর্কে ভাই, বোন।

মৃত এক শিশুর নাম ইলহাস চৌধুরী, তার বয়স ছিল মাত্র ১৪ মাস। ইলহাসের বোন আফ্রিদা চৌধুরীও (১০) মারা গেছে।

গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। আজ রোববার সকালে শিশুদুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রোববার সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। তিনি বলেন, “গতকাল দুপুরের দিকে খবর পেয়ে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করি। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।”

সুমন মিয়া জানান, গতকাল শনিবার দুপুরে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুদুটি। দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে এই তথ্য জানা গেছে। পরে নিকটাত্মীয়রা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

হাতিরঝিল থানার এই উপপরিদর্শক বলেন, স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুদুটির মৃত্যু হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত