চরচা ডেস্ক

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানী ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করায় সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান করছে।
৪ দফা দাবিতে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে কারিগরি শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে। এতে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকেরা। বেলা ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানী ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করায় সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান করছে।
৪ দফা দাবিতে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে কারিগরি শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে। এতে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকেরা। বেলা ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।