চরচা ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের 'টিকিট যার ভ্রমণ তার' নীতি কার্যকর করতে এবং টিকিট কালোবাজারি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এলক্ষ্যে জন্য গঠিত ২৩টি টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে দেশজুড়ে অভিযান চালাচ্ছে।
এই টাস্কফোর্স ৬-১২ অক্টোবর পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণ ও অন্যের আইডি ব্যবহার করে ভ্রমণ করার অপরাধে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে। এর মধ্যে জরিমানা বাবদ চার লাখ ৯৭ হাজার টাকা এবং টিকিটের প্রকৃত মূল্য ছিল ১২ লাখ ২৯ হাজার টাকা।
অভিযানে মোট ছয় হাজার ২৭৮ জন বিনা টিকিটের যাত্রী এবং এক হাজার ৮৫৩ জন অন্যের আইডি দিয়ে কেনা টিকেটে ভ্রমণকারীকে শনাক্ত করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা যাত্রীর টিকেটে মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেছেন।
রেলওয়ের এই বিশেষ টাস্কফোর্স পূর্বাঞ্চলে ১৩টি ও পশ্চিমাঞ্চলে ১০টি কার্যক্রম অব্যাহত রাখবে। টিকিটবিহীন বা একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রেলওয়ে পূর্বাঞ্চলে ছয় লাখ ৭৮ হাজার ৬৫ টাকা এবং রেলওয়ে পশ্চিমাঞ্চলে ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। এছাড়াও, টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সন্দেহে ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের 'টিকিট যার ভ্রমণ তার' নীতি কার্যকর করতে এবং টিকিট কালোবাজারি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এলক্ষ্যে জন্য গঠিত ২৩টি টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে দেশজুড়ে অভিযান চালাচ্ছে।
এই টাস্কফোর্স ৬-১২ অক্টোবর পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণ ও অন্যের আইডি ব্যবহার করে ভ্রমণ করার অপরাধে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে। এর মধ্যে জরিমানা বাবদ চার লাখ ৯৭ হাজার টাকা এবং টিকিটের প্রকৃত মূল্য ছিল ১২ লাখ ২৯ হাজার টাকা।
অভিযানে মোট ছয় হাজার ২৭৮ জন বিনা টিকিটের যাত্রী এবং এক হাজার ৮৫৩ জন অন্যের আইডি দিয়ে কেনা টিকেটে ভ্রমণকারীকে শনাক্ত করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা যাত্রীর টিকেটে মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেছেন।
রেলওয়ের এই বিশেষ টাস্কফোর্স পূর্বাঞ্চলে ১৩টি ও পশ্চিমাঞ্চলে ১০টি কার্যক্রম অব্যাহত রাখবে। টিকিটবিহীন বা একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে আইন অনুযায়ী জেল-জরিমানার শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রেলওয়ে পূর্বাঞ্চলে ছয় লাখ ৭৮ হাজার ৬৫ টাকা এবং রেলওয়ে পশ্চিমাঞ্চলে ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। এছাড়াও, টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সন্দেহে ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।