ভারত-আমেরিকা ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভারত-আমেরিকা ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি
ছবি: এক্স

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ১০ বছরের জন্য একটি চুক্তি করেছে ভারত ও আমেরিকা।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই চুক্তি সই করেছেন।

এই চুক্তির ঘোষণা দেওয়ার সময় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, “দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক এর আগে কখনো এত শক্তিশালী হয়নি।”

হেগসেথ সোশ্যাল মিডিয়া এক্স-এ বলেছেন, তিনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছেন এবং নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

আমেরিকার যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রধান বলেছেন, এই চুক্তিটি ভারত-আমেরিকা প্রতিরক্ষা অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাবে। চুক্তিটিকে ‘আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরোধের জন্য একটি ভিত্তিপ্রস্তর’ হিসাবে বর্ণনা করেন তিনি।

রাজনাথ সিং পরে বলেন, “আমরা আগে তিনবার ফোনে আলাপ করেছি। এডিএমএম-প্লাস সম্মেলনের পাশাপাশি আপনার সঙ্গে (পিট হেগসেথ) ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। এই মুহূর্তে, প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আজ একটি নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে আমি অনুভব করছি। আমি আত্মবিশ্বাসী, আপনার নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে।”

সম্পর্কিত