ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফ্লাইট চলাচল বন্ধ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফ্লাইট চলাচল বন্ধ
কার্গো ভিলেজে আগুন লাগার পর ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ছবি: চরচা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে ভয়াবহ আগুন লেগেছে।

বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজের আমদানি কার্গো কমপ্লেক্সের পুরো ভবনেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন আগুন নিয়ন্ত্রণের কাজে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয় বিমানবন্দরে প্রবেশের পথগুলো। ফলে ঢাকার মূল অংশ থেকে উত্তরাগামী সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

সম্পর্কিত