আমেরিকায় এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি বাড়ালেন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকায় এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি বাড়ালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসির সৌজন্যে

দক্ষ বিদেশি কর্মী হিসেবে আমেরিকায় যেতে চাইলে এখন থেকে আরও এক লাখ ডলার অর্থ বেশি গুনতে হবে। স্থানীয় সময় শুক্রবার এমন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এইচ-ওয়ানবি ভিসা প্রোগ্রামে কর্মী নিতে কোম্পানিগুলোকে এখন থেকে এক লাখ ডলার বাড়তি খরচ করতে হবে। এর ফলে চীন ও ভারতের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই কর্মসূচির অপব্যবহার কিংবা নির্ধারিত অর্থ না দেওয়া হলে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও ওই আদেশে বলা হয়েছে।

এইচ-ওয়ানবি ভিসা কর্মসূচির সমালোচকরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে, এই ভিসা আমেরিকান কর্মীদের জন্য কাজের সুযোগ নষ্ট করছে।

সম্পর্কিত