চরচা ডেস্ক

আগামী জুনে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। আর এই বিশ্বকাপের খেলাগুলো হবে হাইটেক বল দিয়ে। বৃহস্পতিবারই ‘ট্রাইওনডা’ নামের এই বল সবার সামনে এনেছে ফিফা। বলটিতে থাকা ৫০০ হার্জের একটি সেনসর VAR প্রযুক্তিকে রিয়েল টাইমে সহায়তা করবে অফসাইড চিহ্নিত করতে। এমনকি পেনাল্টি ও হ্যান্ডবল–সংক্রান্ত যেকোনো বিতর্কিত পরিস্থিতিও চিহ্নিত করতে পারবে সহজেই।
অ্যাডিডাস এ নিয়ে ১৫ বারের মতো বিশ্বকাপের অফিশিয়াল বল সরবরাহ করছে বিশ্বখ্যাত জার্মান ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান অ্যাডিডাস। ট্রাইওন্ডা নামটি এসেছে ‘ট্রাই’ ও ‘ওন্ডা’ শব্দ দুটি থেকে। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ। বলটিতে থাকছে লাল, সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ। এই তিন রঙা ঢেউ দিয়ে তিন আয়োজক দেশকে বোঝানো হচ্ছে। বলে তিন আয়োজক দেশের জাতীয় প্রতীকও আছে। আমেরিকার তারা, কানাডার ম্যাপল লিফ আর মেক্সিকোর ইগল।
বলটিতে আছে সোনালি রঙের ছোঁয়া। এই রঙ বিশ্বকাপ ট্রফির সোনালি রঙকে বোঝাচ্ছে। এর মাধ্যমে সবাইকে মনে করিয়ে দেওয়া হয়েছে বলটি ফুটবলে সর্বশ্রেষ্ঠ মঞ্চে ব্যবহারের জন্য।
বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিনের ব্রিজ পার্কে ঝলমলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাইওন্ডা বলটি সবার সামনে নিয়ে আসে ফিফা। এই অনুষ্ঠানে ছিলেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন কিংবদন্তি। জিনেদিন জিদান, কাফু, ইয়ূর্গেন ক্লিন্সম্যান, আলেহান্দ্রো দেলপিয়েরোদের উপস্থিতিতে ব্রুকলিনের ব্রিজপার্কে ২০২৬ বিশ্বকাপের আগমনী বার্তাটা দারুণভাবেই পেয়ে গেল ফুটবল বিশ্ব।

আগামী জুনে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। আর এই বিশ্বকাপের খেলাগুলো হবে হাইটেক বল দিয়ে। বৃহস্পতিবারই ‘ট্রাইওনডা’ নামের এই বল সবার সামনে এনেছে ফিফা। বলটিতে থাকা ৫০০ হার্জের একটি সেনসর VAR প্রযুক্তিকে রিয়েল টাইমে সহায়তা করবে অফসাইড চিহ্নিত করতে। এমনকি পেনাল্টি ও হ্যান্ডবল–সংক্রান্ত যেকোনো বিতর্কিত পরিস্থিতিও চিহ্নিত করতে পারবে সহজেই।
অ্যাডিডাস এ নিয়ে ১৫ বারের মতো বিশ্বকাপের অফিশিয়াল বল সরবরাহ করছে বিশ্বখ্যাত জার্মান ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান অ্যাডিডাস। ট্রাইওন্ডা নামটি এসেছে ‘ট্রাই’ ও ‘ওন্ডা’ শব্দ দুটি থেকে। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ। বলটিতে থাকছে লাল, সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ। এই তিন রঙা ঢেউ দিয়ে তিন আয়োজক দেশকে বোঝানো হচ্ছে। বলে তিন আয়োজক দেশের জাতীয় প্রতীকও আছে। আমেরিকার তারা, কানাডার ম্যাপল লিফ আর মেক্সিকোর ইগল।
বলটিতে আছে সোনালি রঙের ছোঁয়া। এই রঙ বিশ্বকাপ ট্রফির সোনালি রঙকে বোঝাচ্ছে। এর মাধ্যমে সবাইকে মনে করিয়ে দেওয়া হয়েছে বলটি ফুটবলে সর্বশ্রেষ্ঠ মঞ্চে ব্যবহারের জন্য।
বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিনের ব্রিজ পার্কে ঝলমলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাইওন্ডা বলটি সবার সামনে নিয়ে আসে ফিফা। এই অনুষ্ঠানে ছিলেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন কিংবদন্তি। জিনেদিন জিদান, কাফু, ইয়ূর্গেন ক্লিন্সম্যান, আলেহান্দ্রো দেলপিয়েরোদের উপস্থিতিতে ব্রুকলিনের ব্রিজপার্কে ২০২৬ বিশ্বকাপের আগমনী বার্তাটা দারুণভাবেই পেয়ে গেল ফুটবল বিশ্ব।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।