চরচা প্রতিবেদক

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ রোববার দেশের ৮ বিভাগে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুর ২টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হবে বলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।
গতকাল শনিবার রাত ১টার দিকে ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়। পোস্টে বলা হয়, আজ দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালন করা হবে।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বেলা ১১টায় কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে আজ ডিএমপির সংবাদ সম্মেলন থাকায় সেটি পর্যালোচনার পর বেলা ২টা থেকে পরিবর্তিত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এদিকে, শনিবার রাতেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী শাহবাগে যান। এসময় ইনকিলাব মঞ্চ ৩ কার্যদিবসের মধ্যে চার্জশিট এবং ২৬ কার্যদিবসের মধ্যে বিচারকার্য শেষ করার দাবি জানায়।

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ রোববার দেশের ৮ বিভাগে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুর ২টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হবে বলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।
গতকাল শনিবার রাত ১টার দিকে ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়। পোস্টে বলা হয়, আজ দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালন করা হবে।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বেলা ১১টায় কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে আজ ডিএমপির সংবাদ সম্মেলন থাকায় সেটি পর্যালোচনার পর বেলা ২টা থেকে পরিবর্তিত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এদিকে, শনিবার রাতেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী শাহবাগে যান। এসময় ইনকিলাব মঞ্চ ৩ কার্যদিবসের মধ্যে চার্জশিট এবং ২৬ কার্যদিবসের মধ্যে বিচারকার্য শেষ করার দাবি জানায়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পিছনে আছে তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করা হবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আগামী ৭ জানুয়ারির মধ্যে হত্যা মামলার চার্জশিট আদালতে পেশ করা হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।