অভ্যুত্থানের পর এখনো কেন ছাত্রনেতা: ফারুক ওয়াসিফ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অভ্যুত্থানের পর এখনো কেন ছাত্রনেতা: ফারুক ওয়াসিফ
অভ্যুথানের পরও রাজনীতি, সংস্কৃতি ও সমাজে পরিচ্ছন্নতা আসেনি: ফারুক ওয়াসিফ

জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ব্যক্তিগত স্বার্থে অনেককে এখনো ‘ছাত্রনেতা’ করে রেখে বলে অভিযোগ করেছেন প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

আজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, “যে তরুণরা এই জুলাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন তারা কেন এখনো ছাত্র নেতা? অভ্যুত্থানের নেতা যিনি, তিনি আর ছাত্র নেতা থাকেনে না। কিন্তু দলগুলো ব্যক্তিগত কারণে তাদেরকে ছাত্রনেতা করে রেখে দিছে।”

‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ওই সেমিনারে ফারুক আরও বলেন, “অভ্যুথানের পরে রাজনীতি পরিষ্কার হওয়ার কথা ছিল কিন্তু কেন হল না? সেটা রাজনীতিতে হচ্ছে না, সংস্কৃতিতে হচ্ছে না, সেটা সমাজে হচ্ছে না, সাংবাদিকতার ভিতর হওয়া আরও কঠিন হয়ে গেছে।”

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় যে দলটা মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখে নাই। তারা মুক্তিযুদ্ধের সময় সীমান্তের ওপারে আরামে দিন কাটাচ্ছিল আর এদিকে যারা দেশে থেকে যুদ্ধ করেছিল তাদের ৭২ সালে ভারত ফেরত লোকেরা সিরাজ সিকদারের মত লোককে হত্যা করে বড় মুক্তিযোদ্ধা হয়ে গেল।”

বক্তব্যের শেষে তিনি বাংলাভাষী ও বাংলাদেশের মানুষকে ‘বাংলাদেশ পন্থী’ হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত