মনোনয়ন যাচাই শেষে বৈধ ১,৮৪২ প্রার্থী, বাতিল ৭২৩

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মনোনয়ন যাচাই শেষে বৈধ ১,৮৪২ প্রার্থী, বাতিল ৭২৩
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পাঁচ দিনের প্রক্রিয়া শেষ হয়েছে। এ প্রক্রিয়া শেষে ৩০০টি সংসদীয় আসনে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

প্রকাশিত তথ্যে বলা হয়, গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন এবং মোট ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এ ছাড়া প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে দাখিল করা তিনটি মনোনয়নপত্র যাচাই-বাছাই না করেই প্রক্রিয়া শেষ করা হয়।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ২৯ ডিসেম্বরের মধ্যে ৩০০টি আসনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

ইসির তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি বৈধ মনোনয়নপত্র পাওয়া গেছে ঢাকায় ৩০৯টি। আর সবচেয়ে কম বৈধ মনোনয়নপত্র ছিল ফরিদপুরে, ৯৬টি।

অন্যদিকে, মনোনয়নপত্র বাতিলের সংখ্যাতেও ঢাকাই শীর্ষে রয়েছে। রাজধানীতে ১৩৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিপরীতে সবচেয়ে কম মনোনয়নপত্র বাতিল হয়েছে বরিশালে ৩১টি।

সম্পর্কিত