চরচা ডেস্ক

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করলো দ্যা রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্স।
আজ সোমবার বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
নোবেল বিজয়ীরা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়ো এবং পিটার হাউইট।
"প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে একটি অর্থনীতি বা সমাজকে একটানা উন্নতি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার মূল শর্তগুলো চিহ্নিত করার জন্য"- জোয়েল মোকিয়র এই বিশেষ সম্মাননা পায়। অপরদিকে ফিলিপ আগিয়ো এবং পিটার হাউইট নোবেল পান তাদের তত্ত্ব ‘অর্থনীতিতে নতুন ও উন্নত প্রযুক্তি এলে পুরোনো ও দুর্বল প্রযুক্তি বা ব্যবসা সরে যায়, আর এই প্রক্রিয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী অগ্রগতি সম্ভব হয়’-এর জন্য।
জোয়েল মোকিয়র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক, ফিলিপ আগিয়ো ফ্রান্সের কলেজ ডি ফ্রান্স এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গবেষক ও পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গবেষক।
গতবছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তুর্কি বংশোদ্ভূত আমেরিকান ড্যারন আসেমোগলু ও একই প্রতিষ্ঠানের সায়মন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগো, ইলিনয়ের অধ্যাপক জেমস রবিনসন।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক দেওয়া হবে।

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করলো দ্যা রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্স।
আজ সোমবার বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
নোবেল বিজয়ীরা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়ো এবং পিটার হাউইট।
"প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে একটি অর্থনীতি বা সমাজকে একটানা উন্নতি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার মূল শর্তগুলো চিহ্নিত করার জন্য"- জোয়েল মোকিয়র এই বিশেষ সম্মাননা পায়। অপরদিকে ফিলিপ আগিয়ো এবং পিটার হাউইট নোবেল পান তাদের তত্ত্ব ‘অর্থনীতিতে নতুন ও উন্নত প্রযুক্তি এলে পুরোনো ও দুর্বল প্রযুক্তি বা ব্যবসা সরে যায়, আর এই প্রক্রিয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী অগ্রগতি সম্ভব হয়’-এর জন্য।
জোয়েল মোকিয়র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক, ফিলিপ আগিয়ো ফ্রান্সের কলেজ ডি ফ্রান্স এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গবেষক ও পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গবেষক।
গতবছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তুর্কি বংশোদ্ভূত আমেরিকান ড্যারন আসেমোগলু ও একই প্রতিষ্ঠানের সায়মন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগো, ইলিনয়ের অধ্যাপক জেমস রবিনসন।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক দেওয়া হবে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।