দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে আগামী নির্বাচন: সিইসি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে আগামী নির্বাচন: সিইসি
আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিইসি। ছবি: বাসস

দেশের ভবিষ্যৎ গতিপথ আগামী নির্বাচন নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন না, সবার সহযোগিতা দরকার।

বাসসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘‘একটি সুন্দর নির্বাচন দিতে হলে শুধু নির্বাচন কমিশন নয়— ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সাংবাদিক, সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’’

গণতন্ত্রকে এগিয়ে নেওয়াই লক্ষ্য উল্লেখ করে সিইসি বলেন, ‘‘আমরা কোন পথে এগুবো— গণতন্ত্রের পথে, নাকি তার বাইরে— এটা এই নির্বাচনের ওপর নির্ভর করছে। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। গণতন্ত্র যেন আরও এগিয়ে যায়, সেটাই আমাদের লক্ষ্য।’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে, এআই ব্যবহার করে ভুয়া খবর ছড়ানো সম্ভব। তাই যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানান সিইসি। তিনি জানান, নির্বাচন কমিশনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে, যা ভুয়া তথ্য যাচাই ও প্রতিরোধে কাজ করবে।

সম্পর্কিত