আগামী সপ্তাহের শেষে কমতে পারে গরমের অনুভূতি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আগামী সপ্তাহের শেষে কমতে পারে গরমের অনুভূতি
ফাইল ছবি

আগামী সপ্তাহের শেষ দিকে দেশে গরমের অনুভূতি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। রাতের তাপমাত্রাও কমেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ভোরবেলা ও রাতে শীতের অনুভূতি বাড়ছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস বলেছে, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশের রাতের তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে আগামী শনিবার থেকে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় কমতে পারে দিনের তাপমাত্রা। এরপর থেকে দিন ও রাতের তাপমাত্রা প্রতিদিনই কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

সম্পর্কিত