চরচা প্রতিবেদক

দুদিনের সরকারি সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান।
পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এরপর তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন।
রাষ্ট্রপতি বেলা ১১টার দিকে পাবনা সদর উপজেলার আরিফপুর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবিলি ট্যাংক এলাকায় নিজের বাড়িতে যাবেন, যেখানে তিনি কিছু সময় অবস্থান করবেন এবং দুপুর ১টার দিকে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ রাতে তিনি সার্কিট হাউসে থাকবেন।
আগামীকাল রোববার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে বেলা ১১টার দিকে পাবনা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা স্টেডিয়াম, সার্কিট হাউস, আরিফপুর কবরস্থান এবং তাঁর বাসভবনসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুদিনের সরকারি সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান।
পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এরপর তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন।
রাষ্ট্রপতি বেলা ১১টার দিকে পাবনা সদর উপজেলার আরিফপুর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবিলি ট্যাংক এলাকায় নিজের বাড়িতে যাবেন, যেখানে তিনি কিছু সময় অবস্থান করবেন এবং দুপুর ১টার দিকে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ রাতে তিনি সার্কিট হাউসে থাকবেন।
আগামীকাল রোববার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে বেলা ১১টার দিকে পাবনা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা স্টেডিয়াম, সার্কিট হাউস, আরিফপুর কবরস্থান এবং তাঁর বাসভবনসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।