বিশাল সামরিক প্রদর্শনী দেখালেন শি জিনপিং, সঙ্গে ছিলেন কিম-পুতিন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিশাল সামরিক প্রদর্শনী দেখালেন শি জিনপিং, সঙ্গে ছিলেন কিম-পুতিন
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে সামরিক কুচকাওয়াজ দেখাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: বিবিসির সৌজন্যে

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৮০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের সামরিক প্রদর্শনীর আয়োজন করল চীন। আজ বুধবার তিয়েনআনমেন স্কয়ারে এ সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিয়ার প্রতিবেদনে বলা হয়, এই সামরিক কুচকাওয়াজে চীনের সর্বশেষ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান, ট্যাংক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে। এতে অংশ নেয় কয়েক হাজার সেনা সদস্য।

কুচকাওয়াজের শুরুতে শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি চীনের প্রবীণ সামরিক ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সামরিক কুচকাওয়াজে ২৬ জন বিশ্বনেতা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত