আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোনদিকে যাবে: মরিয়ার্টি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোনদিকে যাবে: মরিয়ার্টি
James Moriarty

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের গুরুত্ব ‘অত্যন্ত বড়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি।

বিবিসিকে তিনি বলেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো একটি দলের জন্য এটি ছিল ‘নজিরবিহীন’।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে থাকা মরিয়ার্টি বলেন, শেখ হাসিনার দল সংবিধান সংশোধন করে একটি একদলীয় রাষ্ট্র গড়তে আইন ব্যবস্থায় পরিবর্তন এনেছে। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাবেক এই আমেরিকান দূতের ধারণা আওয়ামী লীগ সভাপতিকে যদি দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়, তাহলে কিছু সহিংসতা হতে পারে। তবে তা বড় আকারে ছড়িয়ে পড়বে না।

আওয়ামী লীগ সমর্থদের জন্য এটি দিক পরিবর্তনের মুহূর্ত বলে মন্তব্য করেন মরিয়ার্টি। তিনি বলেন, “দলটিকে এখন সিদ্ধান্ত নিতে হবে-ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিতে তারা কী ভূমিকা নেবে।”

শেখ হাসিনা খালাস পেলে ব্যাপক বিক্ষোভ হবে বলেও তিনি মনে করেন।, কারণ “এই মুহূর্তে বাংলাদেশে কিছুটা রক্তপিপাসা লক্ষ্য করা যাচ্ছে।”

সম্পর্কিত