শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়ের দিন জানা যাবে ১৩ নভেম্বর
আজ বুধবার সেনা হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছবি: বাসস

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শেষ হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৩ নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে।

আজ বৃহস্পতিবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সমাপনী যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন, যার প্রমাণ আদালতে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। এসব অপরাধের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। রাষ্ট্রপক্ষের মতে, আদালতে উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ এতটাই শক্তিশালী যে, পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হতে পারে।

চিফ প্রসিকিউটর শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, “এত অপরাধের পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তিনি মামলাকারীদের হুমকি দিচ্ছেন এবং সেনাবাহিনীকে উসকানি দেওয়ার চেষ্টা করছেন। তবে দেশপ্রেমিক সেনাবাহিনী সেই ফাঁদে পা দেয়নি।”

আসাদুজ্জামান দাবি, পলাতক অবস্থায় থেকেও শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন।

সম্পর্কিত