ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ছবি: এক্স থেকে নেওয়া

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থানের চেষ্টার দায়ে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার চার বিচারপতি দোষী সাব্যস্তের পক্ষে রায় দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে লুইজ লুলা দা সিলভার কাছে হেরে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন তিনি।

বিচারপতি কারমেন লুসিয়া বলেন, গণতন্ত্র ধ্বংসে বলসোনারোর ভূমিকার প্রমাণ রয়েছে। বর্তমানে গৃহবন্দী এই নেতা পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে সর্বোচ্চ ৪০ বছরের সাজা পেয়েছেন। এ মামলায় তাঁর সাবেক মন্ত্রী ও সামরিক কর্মকর্তাসহ আরও সাতজন দোষী হয়েছেন। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন বলসোনারো।

সম্পর্কিত