শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের ধন্যবাদ ছায়ানটের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের ধন্যবাদ ছায়ানটের
ছায়ানট। ছবি: ছায়ানটের সৌজন্যে

ছায়ানট ভবন ভাঙচুর ঘটনার প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতি অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। আজ মঙ্গলবার এক ধন্যবাদ বার্তায় এ তথ্য জানায় সংগঠনটি।

ধন্যবাদ বার্তায় বলা হয়, দেশে ও বিদেশের যে অগণিত মানুষ সংহতি জানিয়েছেন, ছায়ানট তাদের কাছে কৃতজ্ঞ।

ধন্যবাদ বার্তায় আরও বলা হয়, গণমাধ্যমের ওপর বেপরোয়া আক্রমণ এবং দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নিরাপরাধ হত্যা দেশবাসীর নিরাপত্তা বিপন্ন করছে।

এসকল কর্মকাণ্ড বাঙালি জাতিসত্তা ও সংস্কৃতির ওপরে আঘাত হানছে এবং এমন পরিস্থিতিতে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মোদ্যোগ গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে তুলবে বলে জানিয়েছে ছায়ানট।

সম্পর্কিত