শরিফ ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শরিফ ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’
ওসমান হাদি।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, “সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।”

এতে বলা হয়, “রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”

ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

শরিফ ওসমান হাদি গত শুক্রবার রাজধানীর পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তার ওপর হামলাকারী ব্যক্তি শনাক্ত হলেও তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পর্কিত