চরচা প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে।
আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ বেড়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘‘ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই। কোনো কোনো দেশে একটি অ্যাপ নাকি আছে, যেটি ১০ সেকেন্ড আগে ইন্ডিকেশন দিতে পারে। তেমন অ্যাপ খোলা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।’’
নতুন ভবন নির্মাণে বিল্ডিং কোড ব্যবহারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বিল্ডিং কোড মানতে হবে সবাইকে, নাহলে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি হওয়ার শঙ্কা আছে। জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, ভবন থেকে নেমে দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। রাজউককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।’’
উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘‘ছোটখাটো ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায়, কিন্তু খোদা না করুক বড় ধরনের কিছু হইলে ওইটাতো কী ধরনের তা বোঝা যাবে। দোয়া করেন যেন বড় ধরনের কিছু না হয়।’’

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে।
আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ বেড়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘‘ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই। কোনো কোনো দেশে একটি অ্যাপ নাকি আছে, যেটি ১০ সেকেন্ড আগে ইন্ডিকেশন দিতে পারে। তেমন অ্যাপ খোলা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।’’
নতুন ভবন নির্মাণে বিল্ডিং কোড ব্যবহারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বিল্ডিং কোড মানতে হবে সবাইকে, নাহলে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি হওয়ার শঙ্কা আছে। জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, ভবন থেকে নেমে দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। রাজউককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।’’
উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘‘ছোটখাটো ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায়, কিন্তু খোদা না করুক বড় ধরনের কিছু হইলে ওইটাতো কী ধরনের তা বোঝা যাবে। দোয়া করেন যেন বড় ধরনের কিছু না হয়।’’

আইন উপদেষ্টা আরও বলেন, ১৯৭২ সালেও মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি আইন করা হয়েছিল। তবে সেই আইন ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সংজ্ঞা ও জুলাই সনদকে বিবেচনায় রেখে দায়মুক্তির সময়সীমা শুধুমাত্র জুলাই-আগস্ট মাসের মধ্যেই সীমাবদ্ধ।

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।