চরচা ডেস্ক

অ-ইউরোপীয় ভ্রমণকারীদের জন্য আগামী বছর টিকেটের দাম ৪৫% ভাগ বৃদ্ধি করবে বলে জানিয়েছে প্যারিসের ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
আগামী বছরে অ-ইউরোপীয় ভ্রমণকারীদের প্রতি টিকেটের মূল্য হিসেবে ৩২ ইউরো পরিশোধ করতে হবে। টিকেটের দাম বৃদ্ধির ফলে জাদুঘর গ্যালারি উন্নয়নে নতুন ফান্ড গঠন করা সম্ভব হবে।
ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, ২০২৬ সালের ১৪ জানুয়ারি থেকে ইউরোপীয় ইকোনোমিক এরিয়ার বাইরের দেশগুলোকে মিউজিয়ামে প্রবেশের জন্য অতিরিক্ত ১০ ইউরো দিতে হবে। দেশগুলো হল ইউরোপিয়ান মেম্বার স্টেট, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেস্টাইন।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের পর্যটকদের গাইডসহ ভ্রমণের জন্য ২৮ ইউরো দিতে হবে।
ল্যুভ মিউজিয়ামের তথ্যমতে, প্রতিবছর ৯০ লাখের বেশি পর্যটক জাদুঘরটি ভ্রমণে আসেন। এর মধ্যে ১০% ভাগ পর্যটক আমেরিকা এবং ৬% ভাগ চীন থেকে ভ্রমণে আসেন।
গত অক্টোবর মাসে চুরির পর মিউজিয়ামের বাজে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। মিউজিয়াম কর্তৃপক্ষের তদন্তে নিরাপত্তা ব্যবস্থা এবং পুরনো অবকাঠামোর সমস্যা প্রকাশিত হয়।
প্রবেশ মূল্য বাড়ানোর ফলে প্রতি বছর ২০ মিলিয়ন ইউরো অতিরিক্ত আয় হবে বলে আশা করা হচ্ছে। এই টাকা জাদুঘরের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ।

অ-ইউরোপীয় ভ্রমণকারীদের জন্য আগামী বছর টিকেটের দাম ৪৫% ভাগ বৃদ্ধি করবে বলে জানিয়েছে প্যারিসের ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
আগামী বছরে অ-ইউরোপীয় ভ্রমণকারীদের প্রতি টিকেটের মূল্য হিসেবে ৩২ ইউরো পরিশোধ করতে হবে। টিকেটের দাম বৃদ্ধির ফলে জাদুঘর গ্যালারি উন্নয়নে নতুন ফান্ড গঠন করা সম্ভব হবে।
ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, ২০২৬ সালের ১৪ জানুয়ারি থেকে ইউরোপীয় ইকোনোমিক এরিয়ার বাইরের দেশগুলোকে মিউজিয়ামে প্রবেশের জন্য অতিরিক্ত ১০ ইউরো দিতে হবে। দেশগুলো হল ইউরোপিয়ান মেম্বার স্টেট, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেস্টাইন।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের পর্যটকদের গাইডসহ ভ্রমণের জন্য ২৮ ইউরো দিতে হবে।
ল্যুভ মিউজিয়ামের তথ্যমতে, প্রতিবছর ৯০ লাখের বেশি পর্যটক জাদুঘরটি ভ্রমণে আসেন। এর মধ্যে ১০% ভাগ পর্যটক আমেরিকা এবং ৬% ভাগ চীন থেকে ভ্রমণে আসেন।
গত অক্টোবর মাসে চুরির পর মিউজিয়ামের বাজে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। মিউজিয়াম কর্তৃপক্ষের তদন্তে নিরাপত্তা ব্যবস্থা এবং পুরনো অবকাঠামোর সমস্যা প্রকাশিত হয়।
প্রবেশ মূল্য বাড়ানোর ফলে প্রতি বছর ২০ মিলিয়ন ইউরো অতিরিক্ত আয় হবে বলে আশা করা হচ্ছে। এই টাকা জাদুঘরের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ।

আইন উপদেষ্টা আরও বলেন, ১৯৭২ সালেও মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি আইন করা হয়েছিল। তবে সেই আইন ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সংজ্ঞা ও জুলাই সনদকে বিবেচনায় রেখে দায়মুক্তির সময়সীমা শুধুমাত্র জুলাই-আগস্ট মাসের মধ্যেই সীমাবদ্ধ।

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।