ভোটার হতে ইসির আনুষ্ঠানিকতা শেষ করলেন তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভোটার হতে ইসির আনুষ্ঠানিকতা শেষ করলেন তারেক রহমান
নির্বাচন কমিশন ভবনে তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের ভোটার হতে নির্বাচন কমিশনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়েছেন।

আজ শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে যান তারেক রহমান। এরপর তিনি আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন। এরপর ১টা ১৭ মিনিটে নির্বাচন কমিশন থেকে বের হয়ে যান।

এরআগে, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের জানান, ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আগারগাঁও নির্বাচন কমিশনের দিকে রওনা দিয়েছনে তারেক রহমান। নির্বাচন কমিশনের কাজ শেষ করে তার পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি ছিল। তবে হাসপাতালে কোনো জুলাই যোদ্ধা না থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

সম্পর্কিত