বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
আজ মঙ্গলবার নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নির্বাচন কোনো দলের অধীনে নয়, বরং সরকারের অধীনেই অনুষ্ঠিত হচ্ছে। তাই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জনগণের মধ্যে কোনো সংশয় নেই।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, একই খরচে যদি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করা যায়, তাহলে আলাদা করে বাড়তি ব্যয় করার প্রয়োজন নেই। গণভোটের বিষয়গুলো আরও নির্দিষ্ট করা দরকার। কোন কোন বিষয়ে পরিবর্তন ও সংস্কার আনা হবে, তা পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত।
রিজভী বলেন, সবাই সুষ্ঠু নির্বাচন চায়। জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ঘিরে আস্থা তৈরি হয়েছে। এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে জয় পেলে জাতীয় নির্বাচনেও জয় নিশ্চিত এমন ধারণার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলেও মন্তব্য করেন রুহুল কবীর রিজভী।