চরচা ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘মাইলফলক’ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামন বলেছেন, এই রায় শহীদদের ন্যায়বিচার নিশ্চিত করেছে, যা নতুন বাংলাদেশের বিনির্মাণে মাইলফলক হয়ে থাকবে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই শাস্তি ভবিষ্যতের জন্য কড়া বার্তা বহন করে যে রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধের বিচার অবশ্যই হবে।
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আসাদুজ্জামান আরও বলেন, “এই রায় প্রমাণ করেছে, রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাব বিচারকের কলমকে প্রভাবিত করতে পারে না। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল গ্রেপ্তারের দিন থেকে তাদের স্বাভাবিক মৃত্যু পর্যন্ত এই দণ্ড কার্যকর থাকবে।”
তিনি বলেন, “আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এটি ব্যক্তিগত দায়ের বিচার, কোনো রাজনৈতিক দলের বিচার নয়। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ আদালত আমলে নেয়নি।”

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘মাইলফলক’ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামন বলেছেন, এই রায় শহীদদের ন্যায়বিচার নিশ্চিত করেছে, যা নতুন বাংলাদেশের বিনির্মাণে মাইলফলক হয়ে থাকবে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই শাস্তি ভবিষ্যতের জন্য কড়া বার্তা বহন করে যে রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধের বিচার অবশ্যই হবে।
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আসাদুজ্জামান আরও বলেন, “এই রায় প্রমাণ করেছে, রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাব বিচারকের কলমকে প্রভাবিত করতে পারে না। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল গ্রেপ্তারের দিন থেকে তাদের স্বাভাবিক মৃত্যু পর্যন্ত এই দণ্ড কার্যকর থাকবে।”
তিনি বলেন, “আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এটি ব্যক্তিগত দায়ের বিচার, কোনো রাজনৈতিক দলের বিচার নয়। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ আদালত আমলে নেয়নি।”

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।