চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় নিহত ১

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় নিহত ১
গাড়ি দুর্ঘটনা। ছবি: এআই দিয়ে তৈরি

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে একজন নিহত হয়।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায় নিমতলা বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

গাড়ি দুর্ঘটনায় ফকিরহাট এলাকার বাসিন্দা মোহম্মদ শফিক মারা যান। এছাড়াও পাঁচজন আহত হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিকাল পৌনে পাঁচটার দিকে প্রাইভেট কারটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে একটি রাস্তার ওপর পড়ে যায়, এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পর্কিত