চরচা ডেস্ক

রাজধানীর চকবাজারে প্রিজন ভ্যানের ধাক্কায় এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে এই ঘটনাটি ঘটে।
নিহত সোহাগ হাওলাদার বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা। পরিবারসহ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন তিনি।
নিহতের সহকর্মী আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় তারা চারজন আগামসি সড়ক থেকে ইট নিয়ে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। বড় মসজিদের সামনে পৌঁছলে একটি দ্রুতগতির প্রিজন ভ্যান সোহাগের ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা প্রিজন ভ্যান এবং এর চালককে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রাজধানীর চকবাজারে প্রিজন ভ্যানের ধাক্কায় এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে এই ঘটনাটি ঘটে।
নিহত সোহাগ হাওলাদার বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা। পরিবারসহ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন তিনি।
নিহতের সহকর্মী আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় তারা চারজন আগামসি সড়ক থেকে ইট নিয়ে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। বড় মসজিদের সামনে পৌঁছলে একটি দ্রুতগতির প্রিজন ভ্যান সোহাগের ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা প্রিজন ভ্যান এবং এর চালককে পুলিশের কাছে সোপর্দ করেছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।