চরচা ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি জিতেছেন বিগ টিকিটের ড্রিম কার পুরস্কার। সিরিজ ২৭৯-এর ড্রতে তিনি পেয়েছেন একেবারে নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার (৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
বিজয়ী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী (৪৩) প্রায় ২৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি বর্তমানে শারজাহের একটি যন্ত্রাংশের দোকানে কাজ করেন। গত ৩-৪ বছর ধরে তিনি ১০ জনের একটি গ্রুপের সঙ্গে মিলে বিগ টিকিট কিনে আসছিলেন। তবে এবার ড্রিম কার সিরিজে একাই অংশ নিয়ে ১৮ সেপ্টেম্বর কেনা ০২২১১৮ নম্বর টিকিটে ভাগ্য খুলে যায়।
নবী জানান, বিজয়ের খবর শোনার পর তিনি আনন্দে অভিভূত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি হয়েছিলাম। এখনো ঠিক করিনি গাড়িটি কীভাবে ব্যবহার করব, তবে জানি এটি আমার ভাগ্যেই লেখা ছিল।’
নবী বর্তমানে শারজাহে একা থাকেন, আর তার পরিবার রয়েছে বাংলাদেশে। কাকতালীয়ভাবে একই ড্রতে শারজাহর আরেক বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নূর নবী সরদার জিতেছেন ২ কোটি দিরহামের জ্যাকপট পুরস্কার।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি জিতেছেন বিগ টিকিটের ড্রিম কার পুরস্কার। সিরিজ ২৭৯-এর ড্রতে তিনি পেয়েছেন একেবারে নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার (৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
বিজয়ী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী (৪৩) প্রায় ২৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি বর্তমানে শারজাহের একটি যন্ত্রাংশের দোকানে কাজ করেন। গত ৩-৪ বছর ধরে তিনি ১০ জনের একটি গ্রুপের সঙ্গে মিলে বিগ টিকিট কিনে আসছিলেন। তবে এবার ড্রিম কার সিরিজে একাই অংশ নিয়ে ১৮ সেপ্টেম্বর কেনা ০২২১১৮ নম্বর টিকিটে ভাগ্য খুলে যায়।
নবী জানান, বিজয়ের খবর শোনার পর তিনি আনন্দে অভিভূত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি হয়েছিলাম। এখনো ঠিক করিনি গাড়িটি কীভাবে ব্যবহার করব, তবে জানি এটি আমার ভাগ্যেই লেখা ছিল।’
নবী বর্তমানে শারজাহে একা থাকেন, আর তার পরিবার রয়েছে বাংলাদেশে। কাকতালীয়ভাবে একই ড্রতে শারজাহর আরেক বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নূর নবী সরদার জিতেছেন ২ কোটি দিরহামের জ্যাকপট পুরস্কার।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।