এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ: সিইসি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ: সিইসি
ছবিঃ এআই দিয়ে তৈরি

একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়াকেই জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংলাপে তিনি এই কথা বলেন।

সিইসি বলেন, “আমার বয়স ৭৩ বছর এবং আমার আর চাওয়ার কিছু নাই। আমার জীবনে এটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি—শেষ সুযোগ দেশের জন্য কিছু করার। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য।

এ এম এম নাসির উদ্দিন বলেন, এবিউজ অব এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিত্যনতুন চ্যালেঞ্জ তাদের মোকাবিলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনী প্রক্রিয়াকে সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি।

সিইসি সাবেক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কীভাবে সুন্দর নির্বাচন করা যায় শুধু সেটাই নয়,নির্বাচনকে ম্যানিপুলেট করার কৌশলগুলোও তারা যেন জানান।

সিইসি জানান, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নামে একটি হাইব্রিড পদ্ধতি চালুর চেষ্টা করা হচ্ছে। এই পদ্ধতিতে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কয়েদিরা ভোট দিতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে নারী ও পুরুষ ভোটারের পার্থক্য ৩০ লাখ থেকে কমিয়ে আনা হয়েছে।

নির্বাচন বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ইসির সাবেক কর্মকর্তা মো. জাকরিয়া, পযবেক্ষক সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, ইসির সাবেক কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, মো. নুরুজ্জামান তালুকদার, মিহির সারওয়ার মোর্শেদ প্রমুখ।

সম্পর্কিত