চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
বাসস জানিয়েছে, প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে সংস্কার, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির ধারা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেবে।
‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। সভায় মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ মার্কিন শীর্ষ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনায় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছয়জন রাজনৈতিক নেতাকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
বাসস জানিয়েছে, প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে সংস্কার, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির ধারা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেবে।
‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। সভায় মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ মার্কিন শীর্ষ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনায় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছয়জন রাজনৈতিক নেতাকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।