সহকর্মীর সঙ্গে রোমান্স, বরখাস্ত নেসলের প্রধান নির্বাহী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সহকর্মীর সঙ্গে রোমান্স, বরখাস্ত নেসলের প্রধান নির্বাহী
এআই জেনারেটেড ছবি

সহকর্মীর সঙ্গে ‘রোমান্টিক সম্পর্কের’ কারণে বরখাস্ত হয়েছেন বিশ্ববিখ্যাত সুইস খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলের প্রধান নির্বাহী লরাঁ ফ্রেইক্স। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির এক অভ্যন্তরীণ তদন্তের পর ফ্রেইক্স বরখাস্ত হয়েছেন।

নেসলে জানিয়েছে, ফ্রেইক্স প্রতিষ্ঠানের আচরণবিধির গুরুতর লঙ্ঘন করায় তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রেইক্স ১৯৮৬ সালে ফ্রান্স নেসলেতে যোগ দেন এবং ইউরোপ ও লাতিন আমেরিকা বিভাগের নেতৃত্ব দেন।

সম্পর্কিত