চরচা ডেস্ক

সহকর্মীর সঙ্গে ‘রোমান্টিক সম্পর্কের’ কারণে বরখাস্ত হয়েছেন বিশ্ববিখ্যাত সুইস খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলের প্রধান নির্বাহী লরাঁ ফ্রেইক্স। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির এক অভ্যন্তরীণ তদন্তের পর ফ্রেইক্স বরখাস্ত হয়েছেন।
নেসলে জানিয়েছে, ফ্রেইক্স প্রতিষ্ঠানের আচরণবিধির গুরুতর লঙ্ঘন করায় তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রেইক্স ১৯৮৬ সালে ফ্রান্স নেসলেতে যোগ দেন এবং ইউরোপ ও লাতিন আমেরিকা বিভাগের নেতৃত্ব দেন।

সহকর্মীর সঙ্গে ‘রোমান্টিক সম্পর্কের’ কারণে বরখাস্ত হয়েছেন বিশ্ববিখ্যাত সুইস খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলের প্রধান নির্বাহী লরাঁ ফ্রেইক্স। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির এক অভ্যন্তরীণ তদন্তের পর ফ্রেইক্স বরখাস্ত হয়েছেন।
নেসলে জানিয়েছে, ফ্রেইক্স প্রতিষ্ঠানের আচরণবিধির গুরুতর লঙ্ঘন করায় তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রেইক্স ১৯৮৬ সালে ফ্রান্স নেসলেতে যোগ দেন এবং ইউরোপ ও লাতিন আমেরিকা বিভাগের নেতৃত্ব দেন।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।