চরচা প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ঢাকা থেকে নির্বাচন করবেন তিনি। তবে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেটি এখনো চূড়ান্ত নয়।
ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে রোববার দুপুরে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন এই উপদেষ্টা। সেখানে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর আসিফ এই তথ্য জানান।
কোন দল থেকে নির্বাচন করবেন–সাংবাদিকদের এ প্রশ্নে আসিফ জানান, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক।
বিএনপি এই আসনটি যেহেতু ফাঁকা রেখেছে তাই কোনো যোগাযোগ হয়েছে কি না–– এমন প্রশ্নে তিনি বলেন, “আমার কারেও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কেউ, রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না–সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেব।”
আসিফ বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবে–এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ঢাকা থেকে নির্বাচন করবেন তিনি। তবে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেটি এখনো চূড়ান্ত নয়।
ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে রোববার দুপুরে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন এই উপদেষ্টা। সেখানে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর আসিফ এই তথ্য জানান।
কোন দল থেকে নির্বাচন করবেন–সাংবাদিকদের এ প্রশ্নে আসিফ জানান, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক।
বিএনপি এই আসনটি যেহেতু ফাঁকা রেখেছে তাই কোনো যোগাযোগ হয়েছে কি না–– এমন প্রশ্নে তিনি বলেন, “আমার কারেও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কেউ, রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না–সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেব।”
আসিফ বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবে–এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।