নায়িকা নাকি স্পাই?

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নায়িকা নাকি স্পাই?
ছবি: ইউনিসেফের ফেসবুক পেজ থেকে নেওয়া

অড্রে হেপবার্নের নাম কে না জানেন! হ্যাঁ, এখনকার অনেকে হয়তো তার সিনেমা পুরো দেখেননি, অথবা দেখেনওনি। কিন্তু নাম শোনেননি, এমনটা খুঁজে পাওয়া কঠিন। কারণ অড্রে হেপবার্ন প্রথম নারী  অভিনয় শিল্পী যিনি অস্কার পান কালজয়ী সিনেমা রোমান হলিডের জন্য। তাই অড্রে হেপবার্নকে নিয়ে চর্চা অনেক। সিনেমা হোক বা ফ্যাশন, অড্রে হেপবার্নের নাম চলেই আসে বারে বারে। আজ হলিউডের স্বর্ণযুগের চলচ্চিত্র ও ফ্যাশনের অবিসংবাদিত আইকন অড্রে হেপবার্নের ২৩তম মৃত্যবার্ষিকী। 

এই নারী অভিনয়শিল্পী সেই বিরল ব্যক্তিদের একজন, যারা একইসাথে একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার), এমি, গ্র্যামি এবং টনি—এই চারটি পুরস্কারই জয় করেছেন। সারা দুনিয়ায় এই কৃতিত্ব আছে মোটে জনা তিরিশেক মানুষের।

রোমান হলিডে’ (১৯৫৩)-র মাধ্যমেই তিনি প্রথম অভিনেত্রী হিসেবে একই সাথে অস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটা (BAFTA) জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়াও আরও ৫ বার তিনি অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এছাড়াও আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট অড্রে হেপবার্নকে 'ক্ল্যাসিকাল হলিউড সিনেমার তৃতীয় শ্রেষ্ঠ নারী কিংবদন্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

হেপবার্নের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’স’ (১৯৬১), ‘মাই ফেয়ার লেডি’ (১৯৬৪) এবং থ্রিলার ছবি ‘ওয়েট আনটিল ডার্ক’ (১৯৬৭)।

তবে হেপবার্ন কিন্তু শুধু অভিনয় আর ফ্যাশন দুনিয়াতেই অবদান রেখেছেন তাই নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিশোরী অড্রে হেপবার্ন এক সম্পূর্ণ ভিন্ন এবং সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নাৎসি দখলদারিত্বের বিরুদ্ধে ডাচ প্রতিরোধ বাহিনীর জন্য তহবিল সংগ্রহ করতে তিনি গোপনে ব্যালে নাচের আসর আয়োজন করতেন। নাৎসিদের কড়া নজরদারি এড়িয়ে এই নাচের আসর আয়োজন করে তা থেকে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হতো নাৎসিদের বিরুদ্ধে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, হেপবার্ন ছিলেন ডাচ প্রতিরোধ বাহিনীর সক্রিয় গুপ্তচর। 

জীবনের পরবর্তী সময়ে হেপবার্ন ইউনিসেফ-এর (UNICEF) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। এই দায়িত্ব পালনের জন্য তিনি অসংখ্য ফিল্ড ভিজিট করেছেন এবং মার্কিন কংগ্রেসে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। মানবহিতৈষী কাজের স্বীকৃতিস্বরূপ তিনি মার্কিন ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’সহ বেশ কিছু সম্মানজনক পুরস্কারে ভূষিত হন।

অড্রে হেপবার্ন এসেছিলেন আমাদের বাংলাদেশেও। এ দেশের জনপ্রিয় নায়িকা শাবানা, ববিতার সঙ্গেও তার দেখা হয়েছিল। সে অবশ্য আরেক গল্প। 

সম্পর্কিত